Facebook protect feature
ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে তার নাম facebook protect feature । ফেসবুকে একটি নতুন ফিচার যোগ হয়েছে এবং অনেকে জিমেইল বা ফেসবুকে মেসেজ পেয়েছে কিন্তু যারা এখনও জিমেইল বা ফেসবুকে নোটিফিকেশন পাননি তারা খুব শীঘ্রই জিমেইল বা ফেসবুকে নোটিফিকেশন পেতে যাচ্ছেন… !
28 অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামের ফিচারটি চালু করতে হবে। অন্যথায় ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্টে বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক এই নতুন facebook protect feature ফিচারটি তৈরি করেছে এবং সবাইকে এটি যুক্ত করতে বলেছে!
আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে। যার জন্য প্রয়োজন কঠোর নিরাপত্তা। ফেসবুক এই নিরাপত্তা কর্মসূচী তৈরি করেছে। আমার অ্যাকাউন্টের মত আপনার সকল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে। নিচের নিয়ম অনুসরন করে এই ফিচারটি চালু করে নিন ২৮ অক্টোবরের মধ্যে।
১.প্রথমে আপনার ফেসবুকে ডুকুন।তারপর উপরের ডানপাশে থ্রি ডট মেনুতে ক্লিক করুন...
২.তারপর নিচের ছবির মত সেটিং এবং প্রাইভেসি অপশন পাবেন।সেখানে ক্লিক করুন....
৩.এবার স্কল করে একটু নিচে গিয়ে দেখবেন সেটিং অপশন পাবেন। সেই সেটিং এ ক্লিক করুন....